শিক্ষিত হওয়াটাই আমার কাছে সব চাইতে গুরুত্বপূর্ণ বিষয়। অন্তত স্নাতক হতে হবে। স্নাতক নয় এমন কারো সঙ্গে আমি শুতে যাবো না। লেক্রোস খেলোয়াড়দের ধরনধারণ আমার মতো। ল্যাক্স খেলুড়েদের প্রতি আমার রয়েছে চরম দূর্বলতা। তারা জানে কোমরকে কেমন করে খেলাতে হয়। তাদের সঙ্গে কাটানো সময়টা সাধারণত খুবই মজার হয়। ....